এবার বাংলাদেশে আসছে না দ.আফ্রিকা নারী ক্রিকেট দল

0

স্পোর্টস ডেস্ক, ৫ অক্টোবর : নিরাপত্তার অজুহাতে এবার বাংলাদেশ সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। আগামী ১৫ অক্টোবর তাদের বাংলাদেশে আসার কথা ছিল।

সফরে প্রোটিয়া নারীদের ৫টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। আগামী ৬ নভেম্বর থেকে সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

এদিকে বর্তমানে পাকিস্তান সফর করছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে দল নির্বাচিত করেছে। সফরকে সামনে রেখে দলও ঘোষণা করেছিল বাংলাদেশ।

এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করেছে। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',