এবার নিজের বাড়িতেই যা করলেন গেইল!

0

স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : ক্যারিবিয়ান দানবীয় ক্রিকেটার ক্রিস গেইল, নামটা ক্রিকেট ভক্তদের কাছে নতুন কিছু নয়। রঙিন চরিত্রের অধিকারী এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারটি। মাঠে ব্যাট হাতে যেমন ক্রিকেট ভক্তদের মনে আনন্দ দেন, তেমনি মজার মজার সব কাণ্ড ঘটিয়ে মানুষকে মাতিয়ে রাখতে জানেন এই মারকুটে ব্যাটসম্যানটি।

এবার গেইল তার নিজের বাড়িতে আসা অতিথিদের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা করলেন। বাড়ির ছাদেই শুরু করলেন ‘স্ট্রিপ ক্লাব’। ৩৫বছরের ক্যারিবীয়ান এই ব্যাটসম্যান মনে করেন, ‘বাড়িতে স্ট্রিপ ক্লাব না-থাকলে সে আবার ক্রিকেটার কিসের! আমি মনে করি অতিথি বাড়িতে এলে তাদের মনোরঞ্জনের জন্য স্ট্রিপ ক্লাব থাকা দরকার।’ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবি পোস্ট করে এমনটাই লিখেছেন এই দানবীয় ক্রিকেটার।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',