স্পোর্টস ডেস্ক, ১০ জানুয়ারি : এর আগে ঘরোয়া দুটি টুর্নামেন্ট হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। গ্যালারি ছিল ফাঁকা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজেও তেমনটি হচ্ছে। গ্যালারিতে দেখা যাবে না কোনো দর্শক। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দর্শক ছাড়া সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, এখন পর্যন্ত আমরা দর্শকবিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনায় আছি। তারপরও দর্শক নিয়ে আলাপ-আলোচনা চলছে, এখনো সময় আছে। তবে যতদূর সম্ভব মনে হচ্ছে, আমরা এই সিরিজটি দর্শক ছাড়াই করবো।
২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ বিরতি ভাঙবে বাংলাদেশ দলের। রোববার ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে মিরপুরে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামে। এরপর টেস্ট সিরিজের পালা। প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায়।