আন্তর্জাতিক ডেস্ক, ৫ নভেম্বর : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ইরান, রাশিয়া, ইরাক ও সিরিয়া একসঙ্গে জোট বেধে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াই শুরু করলে এ জোট সফল হবে।
ইরানের একটি টেলিভশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। আসাদ বলেন, এ জোটের সফলতা আসতেই হবে; অন্যথায় পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে।
ইরান, ইরাক, সিরিয়া ও রাশিয়া মিলে ইরাকে একটি তথ্যকেন্দ্র স্থাপন করেছে এবং এর মাধ্যমে এ দেশগুলো তথ্য ভাগাভাগি করছে।
প্রেসিডেন্ট আসাদ বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরান ও রাশিয়ার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এ কারণে নতুন এ জোট সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার বিষয়ে সফল হবে। বিশ্বের বহু দেশ মনে করছে সন্ত্রাসবাদ এখন ভয়াবহ সমস্যা। তারা প্রকারান্তরে এ জোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। সে কারণে এ জোটের সফল হওয়ার ভালো সুযোগ রয়েছে। সূত্র : আইআরআইবি