ইতিহাসের এ দিনে : ৫ অক্টোবর

0

১৭১৩ সালের এ দিনে খ্যাতনামা ফরাসী লেখক ও দার্শনিক ড্যানিস ডিডেরোট জন্মগ্রহণ করেন।
১৮৬৪ খ্রীস্টাব্দের এ দিনে প্রখ্যাত ফরাসী রাসায়নবিদ ও শিল্পকর্মী লুইস লুমির জন্মগ্রহণ করেন।
২০০০ সালের এ দিনে সাবেক ইউগোশ্লাভিয়ার এক নায়ক ও বলকানের কষাই বলে খ্যাত শ্লোভোদান মিলোশেভিচ কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়।
হিজরী ৬০ সালের এ দিনে ইরাকের কুফাবাসীদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বনবী হযরত মোহাম্ম(সা:) এর দৌহিত্র ইমাম হোসেন(আ:) তার চাচাতো ভাই মুসলেম বিন আকিলকে ঐ এলাকায় প্রেরণ করেন।
১৯৮৪ সালের এ দিনে বাংলাদেশে জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, অধুনালুপ্ত দৈনিক আজাদের সম্পাদকমণ্ডলীর সভাপতি, সাংবাদিক ও সাহিত্যিক মুজীবুর রহমান খাঁ ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',