ইতালী নাগরিককে হত্যার দায় স্বীকার আইএসের

0

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ সেপ্টেম্বর : ঢাকায় গুলশানে কূটনীতিক পাড়ায় চেজারে তাভেল্লা নামে ওই ইতালীয় নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
এ তথ্য জানিয়েছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পরই এমন খবর আসে ওই ওয়েবসাইটে। আরবিতে লেখা একটি বার্তাও ওই খবরের নিচে জুড়ে দেয়া হয়।

চেজারে তাভেল্লা গুলশান ১ নম্বর সার্কেলে পিআরওওএফএস (প্রফিটঅ্যাবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) নামে নেদারল্যান্ডসের একটি এনজিওর বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের সদস্য বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার রাতে টেলিফোনে যুগান্তরকে বলেন, ‘এটি অবশ্যই পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে কারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেফতারের ব্যাপারে আইনশৃংখলা বাহিনী কাজ শুরু করেছে।

এদিকে কূটনীতিকপাড়া গুলশানে পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বিদেশী নাগরিক খুন হওয়ায় বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে আতংক ছড়িয়ে পড়েছে। ইতালিয়ান নাগরিক নিহতের ঘটনার খবর জানাজানি হলে রাতেই যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস তাদের নাগরিকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে।

দেশটি বলছে, তাদের কাছে তথ্য রয়েছে বাংলাদেশে জঙ্গিরা পশ্চিমা স্বার্থের উপর আঘাত হানতে পারে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',