স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হলো, ইংলিশ অধিনায়ক কুকের মুখে তখন স্বস্তির হাসি। সবচেয়ে ‘ছোট’ জেমস টেলরের ব্যাটে ভর করে যে ইংল্যান্ড তখন বিপদসীমা অতিক্রম করেই ফেলেছে। দুর্দান্ত ব্যাট করতে থাকা টেলর আর বেয়ারস্টো ৩য় দিনের খেলা যখন শুরু করলেন, ইংলিশরা তখন পিছিয়ে মাত্র ১২ রানে।
অন্তত শ’ দুয়েক লিড আশা করেছিলেন অধিনায়ক কুক। কিন্তু পাকিস্তানি বোলাররাই বা তা হতে দিবেন কেন! আগের দিন শেষে মুশতাক আহমেদ তো বলেই দিয়েছিলেন, ‘এখনো অনেক সময় বাকি,আমরা ঘুরে দাঁড়াবোই’ । ঠিক তার কথাটাই সত্যি করতে কিনা ৩য় দিন সকালে দেখা গেল সেই চিরচেনা ধ্বংসাত্মক পাকিস্তানি বোলিং। সকালে খেলা শুরুর মাত্র ৪ ওভারের মাথায় টেইলরকে আউট করে যদিও শুরুটা করলেন পেসার রাহাত আলী, বাকি গল্পটা স্পিনারদের । র্যাংকিংয়ে ২ নম্বরে থাকা ইয়াসির শাহ এবং আরেক স্পিনার শোয়েব মালিক মিলে ধস নামিয়ে দিলেন ইংলিশ মিডল ও টেল অর্ডার।
শোয়েব মালিক নেন ৪ উইকেট এবং ইয়াসির শাহ নেন ৩টি উইকেট। ইংল্যান্ডের ১ম ইনিংস শেষ হয় ৩০৬ রানে। সর্বোচ্চ ৭৬ রান করেন জেমস টেলর।
জবাবে ২য় ইনিংসে ৭২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৩৪ রান।
উল্লেখ্য প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৩৪ রান। সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে।