আর্সেনালের বিপক্ষে চেলসির জয়

0

স্পোর্টস ডেস্ক, ২০ সেপ্টেম্বর : গতবারের শিরোপাজয়ী চেলসি এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমটা  ভালো ভাবে শুরু করতে পারে নি। এবারের মৌসুমে তারা ৫ টি ম্যাচ খেললে ও জয় পেয়েছে  মাত্র ১ টিতে। তারা আছে পয়েন্ট তালিকায় ১৭তম স্থানে। চিত্রটা চেলসি ভক্তদের কষ্টই দিচ্ছিল।

শেষপর্যন্ত লন্ডন ডার্বি তে আর্সেনালকে হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরেছে হোসে মরিনিয়োর শিবির। লিগে এর আগের দুটি ম্যাচেই হেরেছিল চেলসি। সব মিলিয়ে ছয় ম্যাচে চেলসির এটি দ্বিতীয় জয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনালের বিপক্ষে  ২-০ গোলে জয় চেলসি।arsenal-vs-chelsea

ঘরের মাঠে চেলসি জয়ের জন্য মরিয়া হয়েই খেলতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও প্রথমার্ধে কোন গোলই হয়নি। ৪৫ মিনিটে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েল পাউলিস্তাকে।  দলে পরিণত হওয়া আর্সেনালকে দ্বিতীয়ার্ধের শুরুটা করতে হয় ১০ জন নিয়ে। সেই সুযোগটা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে চেলসি। ৫৩ মিনিটে সেস ফ্যাব্রিগাসের সহায়তায় দুর্দান্ত হেডে গোল করেন কার্ট জুমা।

১০ জনের দল নিয়ে চেলসির আক্রমণ ঠেকানোর দিকেই বেশি মনোযোগ দিতে হয়েছে আর্সেনালকে। দ্বিতীয়ার্ধে আরো বেশ কয়েকবার গোলের মোক্ষম সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারছিলেন না চেলসির খেলোয়াড়রা।

৭৯ মিনিটে আবারো আর্সেনাল শিবিরে রেফারির আঘাত। বাজে ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্সেনালের সান্তি কাজোরলাকে। ৯০ মিনিটের মাথায় অবশ্য আর হতাশ হতে হয়নি চেলসি সমর্থকদের। ইডেন হ্যাজার্ড করেছেন দলের পক্ষে দ্বিতীয় গোলটি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনিয়োর শিষ্যরা।

আর্সেনালের বিপক্ষে এই জয়ের পর নিশ্চয়ই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন প্রচণ্ড সমালোচনার মুখে থাকা চেলসি কোচ হোসে মরিনিয়ো। সেই সাথে পয়েন্ট তালিকায় ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এক লাফে উঠে এসেছে ১০ম অবস্থানে। আর্সেনাল রয়েছে চতুর্থ স্থানেই।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',