Search
Thursday 27 June 2019
  • :
  • :

আরও ১৯ বছর বিয়ে করতে চান সালমান খান!

আরও ১৯ বছর বিয়ে করতে চান সালমান খান!

বিনোদন ডেস্ক : আরও ১৯ বছর বিয়ে করতে চান বলিউড তারকা সালমান খান! প্রেমের তালিকা বেশ লম্বা হলেও বিয়েতে অনীহা ৫৩ বছর বয়সী এই অভিনেতার! বয়স বাড়তে থাকলেও তরুণীদের মাঝে কমেনি সালমানের জনপ্রিয়তা। কপিল শর্মার টেলিভিশন শো’তে অতিথি হয়ে এসে বিয়ে নিয়ে নতুন মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছেন তিনি।

ওই অনুষ্ঠানে কপিল তাকে প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন সালমান খান? উত্তরে নায়ক জানান, তার নতুন ছবি ‘ভারত’-এ ৭২ বছর বয়সে বিয়ে করছেন তিনি। বাস্তবেও তিনি সেই নিয়মকেই ফলো করতে চান!

সালমানের মুখে এসব কথা শুনে হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের সবাই। সালমান যে এটা রসিকতা করেই বলেছেন তা বুঝতে অসুবিধা হয়নি কারও। তবে বাস্তবে সালমান কবে বিয়ে করছেন এই প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেছে।

চলতি বছর আলী আব্বাস পরিচালিত এবং সালমান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ ছবিটি মুক্তির কথা রয়েছে।