আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

0

ঢাকা, ২১ সেপ্টেম্বর : সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সেলিম (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার জন্য রাস আল খাইমাহ রোডের পাশে দাঁড়ালে একটি দ্রুতগামী গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় সময় রবিবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। জানা যায়, নিহত মোহাম্মদ সেলিম চট্টগ্রামের রাউজান উপজেলার পৌরএলাকার ৪নং ওয়ার্ডের আহম্মদ আলী তালুকদার বাড়ির মো. আব্দুল মোনাফ সাওদাগরের দ্বিতীয় পুত্র।

এ বিষয়ে দুবাই থেকে মুহাম্মদ আলমগির বলেন, নিহত সেলিম সেখানে বাসার কাজে নিয়োজিত ছিল। কোন কিছুর প্রয়োজনে সে বাসা থেকে বের হলে এ দুর্ঘটনায় প্রাণ হারান। সেলিমকে চাপা দেওয়া গাড়িটি আরবীর গাড়ি বলেও নিশ্চিত করেন তিনি।

নিহতে চাচাত ভাই মো. ইসমাইল জানান, নিহতের লাশ দেশে আনার পক্রিয়া চলছে। মৃত্যুর খবর বাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',