Search
Tuesday 27 October 2020
  • :
  • :

আমার জন্য প্রার্থনা করুন: সঞ্জয় দত্ত

আমার জন্য প্রার্থনা করুন: সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক : বলিউডের নামী অভিনেতা সঞ্জয় দত্ত ক্যানসারে আক্রান্ত। গেল মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় স্ত্রী মান্যতা, দুই বোন প্রিয়া ও নম্রতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হাসপাতালের উদ্দেশে রওনা দেন হন অভিনেতা।

সঞ্জয় দত্তকে এক নজর দেখতে তার বাড়ির সামনে হাজির হয়েছিলেন ফটোগ্রাফার, ভক্তসহ উৎসাহী মানুষজন। এ সময় ভক্তদের উদ্দেশে সঞ্জয় বলেন, আমার জন্য প্রার্থনা করুন।

এবিপির খবরে বলা হয় তার ক্যানসার স্টেজ থ্রিতে রয়েছে। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তার কোভিড টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে।

পরে জানা যায়, করোনা নয়. আসলে ক্যানসারে আক্রান্ত সঞ্জয়। সেই থেকেই সঞ্জয় কেমন আছেন, তা নিয়ে ভক্তরা চিন্তিত।

মঙ্গলবার সঞ্জয় কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল রওনা হন। আর যাবার সময় সবার কাছে চাইলেন সুস্থতার জন্য প্রার্থনা।