Search
Thursday 13 December 2018
  • :
  • :

আবারো শীর্ষ ধনী সালমান

আবারো শীর্ষ ধনী সালমান

বিনোদন ডেস্ক, ৬ ডিসেম্বর : টানা তৃতীয়বারের মতো সর্বাধিক আয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছন বলিউড তারকা সালমান খান। বিশ্বের জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের ভারত সংস্করণে এ বছর সর্বোচ্চ ১০০ অভিনেতা- অভিনেত্রীকে নিয়ে করা ওই তালিকায় তার এ অবস্থান বলে জানিয়েছে এনডিটিভি।

বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কমতি নেই তার অগণিত ভক্তের। গত কয়েক বছরে একের পর এক বক্স অফিস কাঁপানো সুপার হিট ছবি উপহার দিয়ে ক্যারিয়ারের সুবর্ণ সময় অতিবাহিত করছেন ‘দাবাং’ তারকা।

ফোর্বসের তালিকায় দেখা যায়, অভিনেতাদের মধ্যে ২৫৩.২৫ কোটি রুপি আয় করে তালিকায় শীর্ষে অবস্থান করছেন ৫২ বছর বয়সী সুপারস্টার সালামান।

জানা গেছে, সালমান খান ছবি প্রতি ৮০ কোটি রুপির মতো অর্থ নেন। এর মধ্য দিয়ে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

এছাড়াও ফোর্বসের তালিকায় বলিউড তারকাদের মধ্যে সেরা দশের মধ্যে আছেন অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, আমির খান, অমিতাভ বচ্চন, রণবীর সিং, অজয় দেবগানের মতো অভিনেতারা।