Search
Friday 7 August 2020
  • :
  • :

আফগানিস্তানে বাসে বোমা হামলায় নিহত অন্তত ১০

আফগানিস্তানে বাসে বোমা হামলায় নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক, ৮ অক্টোবর : আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি সেনা সদস্য বহনকারী বাসে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার প্রদেশের জালালাবাদে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে।

নানগারহার প্রদেশের গভর্নর আতাউল্লাহ খোগ্যানি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘রাস্তার পাশে একটি মোটরসাইকেলে বোমাটি রাখা হয়েছিল। বাস সেটিকে অতিক্রমের সময় এর বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বাসে থাকা শিশুসহ ১০ জন বেসামরিক লোক নিহত ও ২৭ জন আহত হয়েছে। তবে এই ঘটনায় কতজন সামরিক সদস্য আহত হয়েছে তা এখনও জানা যায়নি।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জালালাবাদে এর আগেও তালেবান এবং আইএস বোমা হামলা চালিয়েছে।