ঢাকা : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দুই বিদেশি হত্যা, গাবতলীতে পুলিশ হত্যা ও শিয়াদের তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণে হত্যায় একই গোষ্ঠী জড়িত। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নতুন ফর্মুলা নিয়ে এটা করছে।
শনিবার সকালে বোমা হামলার স্থল নাজিম উদ্দিন রোডের হোসেনী দালান চত্বরে যান মন্ত্রী। সেখানে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসব হত্যাকাণ্ডের সঙ্গে কারা রয়েছে এমন প্রশ্ন করা হলে কামরুল বলেন, ‘স্পষ্ট করেই বলি- জামায়াত, শিবির, বিএনপি।’
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত পৌণে ২টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড়ে হোসেনী দালান ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে শতাধিক।