যশোর : আটক ১৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বিজিবি’র কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত ১৯ জনের মধ্যে ১০ নারী দুই শিশু এবং ৭ পুরুষ সদস্য রয়েছে। শনিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তারা ভারতের পেট্রোপোল সীমান্তে আটক হয়েছিলো।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার জালাল হোসেন জানান, কাজের প্রলোভন, চিকিৎসা ও ভ্রমণসহ বিভিন্ন কাজে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যায় এসব লোক।
শনিবার রাতে ভারতের বনগাঁ পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ ১০ নারী, দুই শিশু ও সত পুরুষকে আটক করে। রাত ৯টার দিকে চেকপোস্ট দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়।
আটককৃতরা যশোর, খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ জেলার বাসিন্দা। রোববার সকালে তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হবে বলে জানায় বিজিবি।