আজ ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ

0

স্পোর্টস ডেস্ক, ৫ অক্টোবর : আজ হারলেই সিরিজ থেকে ছিটকে পড়বে ভারত। তাই ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ। সিরিজে ০-১ ফলে পিছিয়ে৷ তাই আজ সোমবার বরবাটি স্টেডিয়ামে হতে চলেছে টিম ইন্ডিয়ার কামব্যাক ম্যাচ৷ ডুমিনি-ডুপ্লেসিদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে ক্যাপ্টেন কুলের চিন্তায় দলের বোলিং৷

বরবাটি স্টেডিয়াম যেন দুর্গ৷ কুইক রেসপন্স টিম থেকে অ্যন্টি টেররিস্ট স্কোয়াড৷ নিরাপত্তার বেড়াজাল তৈরি করতে কি নেই৷ আর তার মধ্যেই চলছে ভারতের সিরিজে ফেরার লড়াই৷ ধর্মশালায় ৭ উইকেটে হেরে চাপে থাকা ধোনিবাহিনী কটকে যেন নতুন করে শুরু করতে চাইছে৷ মাঝেমধ্যে বৃষ্টি চিন্তায় রেখেছে আয়োজকদের৷ টিম ইন্ডিয়াকেও৷ কামব্যাকের যাবতীয় প্রস্তুতি বিফলে যাবে না তো! ধর্মশালায় সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা৷ বাকি ব্যাটসম্যানদের ব্যাটে রান থাকলেও প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় বোলারদের পারফরম্যান্স কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছে রবি শাস্ত্রীর দলের৷

ইকনমি বোলিং দূরে থাক, গড়ে বোলারররা ১০-এর ওপর রান দিয়েছেন ওভার পিছু৷ বিশেষ করে নতুন মুখ অরবিন্দ৷ কিন্তু উইকেটের ভাঁড়ার শূন্য৷ কটকের বাইশ গজে যুদ্ধে আগে তাই টিমের থিঙ্ক ট্যাঙ্ক ব্যস্ত থাকল দলের বোলারদের নিয়েই৷ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অবশ্য গত ম্যাচে সেঞ্চুরি করা রোহিত শর্মার দাবি, ধর্মশালায় বোলিং ক্লিক না করলেও, বদলে যেতে পারে কটকের বাইশগজে৷ বললেন, বোলাররা নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করেছে৷ উইকেট পাওয়ার জন্য ছটফট করেছে৷ মাঠে আরও আগ্রাসী মনোভাব দেখানোর চেষ্টা করছে৷ তবে সবসময় সবকিছু ঠিকঠাক হয়না৷ যেমন হয়েছে ধর্মশালায়৷

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা শিবিরে অবশ্য চনমনে ভাব৷ অ্যাওয়ে সিরিজে প্রথম ম্যাচেই অ্যাডভান্টেজ পাওয়ায় আত্মবিশ্বাসী  ডুমিনিরা চাইছে টি-২০ সিরিজের যাবতীয় ফয়সালা কটকেই করে ফেলতে৷ আর এই ম্যাচ সিরিজের ফয়সালার জন্য নয়, একইরকম গুরুত্বপূর্ন সিএবি কর্তাদের কাছে৷ কটকের ফলাফলের উপরই যে নির্ভর করছে ইডেনের টিকিট বিক্রিও!

Share.
মন্তব্য লিখুনঃ

 

',