মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) : আজকের দিনে আপনাকে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। আজ জীবনের শক্ত ভিত রচনা করার দিন। ভবিষ্যৎ সফলতার কথা ভেবে যে চিন্তা করছেন তার অধিকাংশই জটিলতাপূর্ণ হবে। তবে পূর্ণ উদ্দামে প্রেমে রোমান্স ফিরে পাবেন। পাওনা টাকা ঘরে আসবে আজকের দিনে, ঘরের টাকা যাবে পরের পকেটে। সাবধানতায় অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। বেকারদের জন্য দিনটি মুক্ত বইয়ে দেবে।
বৃষ (এপ্রিল ২০-মে ২০) : দিনের শুরুতেই কোন একটা ভালো কাজ করে মনের প্রশান্তি আসবে। ঠিক সময়মতো আপনার শক্তিশালী অনুভূতি জাগ্রত হবে। উপযুক্ত বুদ্ধির প্রয়োগ ঘটাতে পূর্বপ্রস্তুতির দরকার হবে না। তবে বুদ্ধির প্রয়োগে মাথা ঠাণ্ডা রাখতে। প্রিয় মানুষের মুখের ছোট্ট কথাটি পুলকিত করবে ভীষণভাবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়লেও আপনি তা উপভোগ করবেন। বেকারদের কারো বিদেশভ্রমণের সুযোগ আসবে।
মিথুন (মে ২১-জুন ২০) : সম্মানীত হবেন নিজের মনের উচ্চতার কারণে। হঠাৎই তৃপ্তির নিঃশ্বাস ছাড়বে জ্ঞানগর্ভ আলোচনায় ডুবে যাওয়া মন। প্রণয়ের গোপণ সুর কানের কাছে বাজবে সকাল থেকেই। বিনিয়োগ শুভ। দূরযাত্রায় সাবধানতা আবশ্যক। বেকারদের কারো আত্মকর্মসংস্থানের সুযোগ জুটে যাবে।
কর্কট (জুন ২১-জুলাই ২২) : রাতে যে স্বপ্নটা দেখেছিলেন সকালবেলায় সেটা পরিস্কার মনে করতে পারছেন না। ঠিক আছে, কান্না করেই দিনটি পার করে দিন। নিজেকে সবার কাছে বোকা বানাতে চাইলে এর বিকল্প নেই। তবে নিজেকে বুদ্ধিমান হিসেবে দেখতে চাইলে স্থির থাকুন। মনে মনে জপ করুন গুরুর দেয়া সেই উপদেশ বাণী, যা বিপদের সময় আপনার দিক নির্দেশনা দিতে সক্ষম। প্রিয় মানুষকে অসহ্য লাগতে পারে, বুঝতে দেয়া চলবে না ঘুণাক্ষরেও। অর্থযোগ নিশ্চিত। শিক্ষার্থীদের কারো উচ্চডিগ্রী লাভের সুযোগ আসবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) : এমন কিছু করুন যাতে কাছের হতাশাগ্রস্থ লোক উৎসাহ খুঁজে পায়। আপনার আচরণে যেন সে বেঁচে থাকার প্রয়োজন বোঝে। পারিবারিক কলহের অবসান ঘটবে। অর্থ আসবে চাওয়াকে ছাপিয়ে। বিনোদনের একমাত্র ভরসা হয়ে উঠবে পছন্দের গানগুলি। প্রতিবেশির কেউ আগ্রহ দেখাবে আপনার জীবনাচারে।
কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) : নিজের ক্ষমতার রশি হাতের মুঠোই শক্ত করে ধরে রাখুন। আপনার ক্ষমতা অন্য কেউ ব্যবহার করে স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। পরিবারের কারো সঙ্গে মতবিরোধে জড়িয়ে যেতে পারেন। হাতের কাছে থাকা প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে দেরি হবে। ভালোলাগার মানুষের মুখ হঠাৎই মনে করতে কষ্ট হবে। তবে সবকিছু ছাপিয়ে দিনটি হবে ব্যবসা বান্ধব। শেয়ার হোল্ডারদের জন্যও দিনটি সুসংবাদ বয়ে আনবে।
তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২) : কোন এক অজানা কারনে খুব সকালে ঘুম ভেঙে যাবে। ছোটবেলায় যে ভবিষ্যৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকতো আজ তার দেখা পাবেন। আর্থিক লেনদেন শুভ। অনাকাঙ্ক্ষিত ছোট ঝামেলার মুখে পড়বেন, তবে সামলে নেবেন বুদ্ধির জোরে। প্রেমের ক্ষেত্রে বাধার সম্মুখিন হতে পারেন তুলার জাতিকার কেউ। দিনটি আপনার জন্য পরিবেশবান্ধব হবে বিশেষ কারণে। মৌসুমী ফলের দেখা পাবেন উপহার হিসেবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১) : আবেগের সুনামি বয়ে যেতে পারে মনের সাগরে। কারো জন্য গোনা অপেক্ষার প্রহরের যেন শেষ নেই। অংশীদারি ব্যবসার লভ্যাংশ হাতে পাবেন। আপনার জন্য দিনটি কেনাকাটা বান্ধব। সব কিছু ছাপিয়ে ভালোলাগার কিছু মুহূর্ত বাস্তবতা থেকে নিয়ে যাবে অনেক দূরে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) : আজ শুরুতেই বলে দিচ্ছি দিনের শেষে সঙ্গীনির সঙ্গে দেখা হবে, তাই আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখুন। আজ দেরি করে গেলে কিন্তু খারাপ কিছু ঘটতে পারে। ভালোর সঙ্গে মন্দের দেখা বারবারই হবে। তাই বলে ভালোকে গুটিয়ে থাকা চলবে না। উর্ধ্বতনের মন জয় করা বেশ কষ্টকর হবে। কিছুতেই যেন মন ভরতে চাইনা কর্তৃপক্ষের। তবে জেনে রাখুন মশাই, তারা কিন্তু চুপচাপ বসে আপনার ইদুর দৌড় দেখছে। প্রেমের ক্ষেত্রেও আপনাকে মাঝে মাঝে এমন দৌড় দিতে হয়। আজ তার অনুশীলন চলছে আর কি।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) : আজ নিজেই মুগ্ধ হবেন নিজের কাজের গতিতে। কুড়াবেন হিতাকাঙ্ক্ষিদের প্রশংসা। কিছুদিন আগেও যেখানে গেলে আপনার মন জুড়াতে আজ সেই জায়গা অসহ্য লাগতে পারে। কর্মক্ষেত্র সময়ের সঙ্গে কর্মবান্ধব হয়ে উঠবে। আপনি প্রস্তুত আছেন তো? হাতে থাকা টাকা ব্যবহারের উপযুক্ত খাতে পেয়ে যাবেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) : একসঙ্গে পথচলা দীর্ঘদিনের, পাশাপাশি কাজ; তবু নেয়া হয়নি মনের এতটুকু খবর। প্রতিবেশির খবর নিতে আজ দারুন প্রবণতা পেয়ে বসবে। আর্থিক কর্মকাণ্ডে ভুল শুধরে নেয়ার দিন আজ। রাস্তা পারাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। হাতে পাওয়া সুযোগ ছাড়ার মতো কোনো বোকামি আজ করবেন না।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) : আজকের দিনটি অন্য সাধারণ দিনের মতো যাবে না। সামান্য কারণে উপভোগ করবেন দিনের বিশিষ্টতা। কিছুদিন ধরে ঘুমের যে সমস্যা চলছে, আজ ছুটির দিনে তা কাটিয়ে উঠবেন। বেকারদের কারো চাকরির সুযোগ আসতে পারে। মীনের জাতক-জাতিকার কারো বাড়িতে শুরু হতে পারে বিয়ের তোড়জোড়।