আজকের রাশিফল: ০১ অক্টোবর, ২০১৫

0

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) : আপনি রাগি মানুষ না হলেও আজকে দিনের শুরুতেই হঠাৎ বিদ্রোহী হয়ে উঠবে মন। নিরবে সয়ে আসা সব ঝঞ্ঝার অবসান করতে ইচ্ছা করবে। মেঘের পালকে ভেসে আসা বাণীতে পাবেন সামান্য কিছু সমাধান। রোমান্টিক মন আজ নতুন কিছুর সন্ধান পাবে। আল্প কৌশল অবলম্বন করুন কর্মক্ষেত্রে। যেকোনো বিপদ মোকাবেলায় আজ দ্বিগুণ সাহস পাবেন। পাওনা টাকার প্রাপ্তি ঘটবে সন্ধ্যা নাগাদ।

বৃষ (এপ্রিল ২০-মে ২০) : কোন বিশেষ কারনে আজ সকাল সকাল ঘুম ভেঙে যাবে আপনার। বৃষের সহযোগীতায় আজ কুল পাবে মিথুন জাতিকার কেউ। ভালোবাসায় ধন্য হবেন আজকের দিনে। সৃজনশীলতা পাবে নতুন দিগন্ত। আপনার প্রতি উদারতা দেখাবেন প্রতিবেশির কেউ। ব্যবসায় বিনিয়োগ লাভজনক। বেকারদের কেউ চাকরির সন্ধান পাবেন। তবে চোখ কান খোলা রাখতে হবে, যাতে প্রতারণায় না পড়েন।

মিথুন (মে ২১-জুন ২০) : ব্যবসায়িদের জন্য আজকের দিনে একটু ভেবে চিন্তে বিনিয়োগ করলে ভালো মুনফা আসতে পারে। একের অধিক দুই তার বেশি নয়। আজকের দিনে মুনাফা বেশি হলেও খুব বেশি বিনিয়োগ করা যাবে না। মন বিনিয়োগের ক্ষেত্রেও একই নীতি কাজে দেবে। প্রিয় কোনো জায়গা আজ ভীষণভাবে টানবে। বেকারদের কারো বিদেশ যাত্রার সুযোগ আসবে। কাজের ত্রুটি ধরতে এসে প্রশংসা করে ফিরবে ছিদ্রান্বেষী কেউ। দূরযাত্রায় রোমান্স কাজ করবে।

কর্কট (জুন ২১-জুলাই ২২) : বেশির ভাগ কাজেই আজকাল বাধা পাচ্ছেন। দিন গড়ানোর সঙ্গে বাধা পাওয়ার অভিজ্ঞতা সুমিষ্ট ফল দেবে। খাবার দাবারে সচেতনতা একান্ত কাম্য। ঘরের যে কোনটাতে আপনার দিনের বেশির ভাগ সময় কাটিয়ে দেন সেখানে পাবেন নতুনের আবেশ। কেউ আপনাকে আজ চরম ভাবে আপ্যায়ন করতে পারে। কোনো বন্ধুর বিরক্তির কারণ ঘুচে যেতে পারে আপনার হাত দিয়ে। অর্থকড়ি লেনদেন আজ শুভ নয়। শিক্ষার্থীদের কেউ উচ্চডিগ্রী লাভের সুযোগ পাবেন।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) : অনেক দিন একই নিয়মে কাজ করে চলেছেন। চিন্তাতেও একঘেয়েমির অবসাদ যোগ হয়েছে। আজই বড় ধরনের পরিবর্তন টের পাবেন। টাকা পয়সার লেনদেন আজ ব্যাপক আনন্দদায়ক হবে। মনের সঙ্গে যুদ্ধ চলবে প্রেম নিয়ে। কাছের মানুষের কথা রক্ষা করতে গিয়ে বিপাকেও পড়তে পারেন। বন্ধুদের কারো আচরণে অবাক অথবা অবিভুত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) : কী দিয়ে আপনি বন্ধুত্ব রক্ষা করবেন সেটা আপনার চিন্তার বিষয় তবে আপনার আসন্ন কাজটি সম্পন্ন করে বেশ কিছু বন্ধুর প্রয়োজন হতে পারে। পারিবারিক বন্ধনকে নতুন করে চিনতে শিখবেন আজ। কাছেরে মানুষদের গায়ের রং পরিবর্তন দেখে হঠাৎ তাদের গিরগিটি ভাবার কারণ নেই, কারণ মানুষের চেয়ে দ্রুত রং বদলাতে স্বয়ং গিরগিটিও অক্ষম। অর্থযোগ শুভ।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২) : আজ টাকা ধার দেওয়া যাবে না। আর যদি টাকা ধার দিতেই হয় তাহলে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়ে ধার দিন। বেকারদের জন্য সুসংবাদ আছে আজ। কিন্তু অফিসে যে সমস্যা গতকাল বাধিয়ে রেখে এসেছেন তা আজও মিটবে না। ব্যবসায়ীরা শেয়ার বাজার থেকে দূরে থাকবেন। শরীর ভালো থাকবে।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১) : আছে আশপাশের মানুষগুলো খুব গরম দেখাচ্ছে। শুধু একাই রেগে আছেন মনে করে ভাবের জগতে চলে যাওয়ার কোন কারণ আছে নেই। ভালোবাসার মানুষকে আরও ১০ বার বেশি ভালিবাসি বলুন। কর্মযোগ জটিল, অর্থযোগে দুর্যোগ।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) : মনের মেঘ তাড়াতে আকাশের মেঘের গতিবিধি লক্ষ্য করুন। পড়ার অভ্যাস করুন পড়ে যাবার অভ্যাস গড়ে ওঠার আগেই। সমস্ত দুর্ভাগ্যের মধ্যে একটা সাধারণ মিল দেখতে পাবেন, আর এ আবিষ্কার আপনার জন্যে দারুণ সব সৌভাগ্য বয়ে আনবে পরবর্তীতে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) : সব সময় নতুনের প্রতি তীব্র আকর্ষণ ভালো নাও হতে পারে। পুরাতনের যতেœ রতন মিলতে পারে দিনের দ্বিতীয় ভাগে। ব্যবসার সৎ পরামর্শ মিলবে বোদ্ধা শ্রেণির কারো কাছ থেকে। কিছুদিন আগেও যার নাম শুনলে মেজাজ গরম হতো আজ সে সুখের কারণ হতে পারে। শিক্ষার্থীদের জোটবদ্ধ কাজে দারুণ সফলতা আসবে। মকর রাশির জাতকদের কারো বিয়ের দিন পাকা হবে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) : অফিসের কাজে বা ব্যবসায়িক সূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে, তবে ব্যবসায়ীদের আজ ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। গ্রহ হৃদরোগীদের সাবধান হতে বলছে। প্রিয়জনের সঙ্গে নারীজনিত কোনো বিষয়ে মনোমালিন্য বাড়বে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) : অর্থযোগ দিয়ে দিনের শুরু। আতিথিয়তা আপনার চরম গুণ, সে গুণের চর্চায় আজ ব্যস্ত থাকতে হতে পারে। পছন্দের পোশাকটি কারো নজর কাড়লে দিয়ে দিতে হবে তা কিন্তু নয়। আপনারও বাহবা পাওয়ার অধিকার আছে। কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক ভাগ হতে চলেছে। লেখালেখির অভ্যাস থাকলে আজই একটি বড় কিছু করে বসতে পারেন। খরচের হাতে লাগাম দিয়েছেন আরও একটু সচেতন হতে হবে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',