Search
Tuesday 17 May 2022
  • :
  • :

আগাম জামিনের আবেদন এমপি লিটনের

আগাম জামিনের আবেদন এমপি লিটনের

ঢাকা, ১১ অক্টোবর : শিশু শাহাদাত হোসেন সৌরভের দুই পায়ে গুলির ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

আত্মগোপনে থাকা সরকারদলীয় এ সংসদ সদস্যের পক্ষে রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিনের আবেদন করেন তার আইনজীবী এ এম আরিফুল ইসলাম।

সংসদ সদস্য লিটনের ছোঁড়া গুলিতে গত ২ অক্টোবর ভোরে প্রাত:ভ্রমনকালে শাহাদাত হোসেন সৌরভ মিয়া (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়।

ওই ঘটনায় গুলিবিদ্ধ শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সংসদ সদস্য লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন এই সাংসদ। এই অবস্থায় আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আজ জামিনের আবেদন করলেন তিনি।

শিশুকে গুলির ঘটনার পর সংসদ সদস্য লিটনের লাইসেন্স করা দুটি অস্ত্র সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রীর বড় ভাই তারিকুল ইসলাম। এরপর জেলা ম্যাজিস্ট্রেট লিটনের অস্ত্র দুটির লাইসেন্স বাতিল করেন।

এদিকে তাকে গ্রেফতার না করায় গাইবান্ধায় প্রতিদিনই বিভিন্নি কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ জনতা।
Leave a Reply

Your email address will not be published.