Search
Saturday 30 May 2020
  • :
  • :

আগামী বছরও অলিম্পিকস অনিশ্চিত

আগামী বছরও অলিম্পিকস অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক, ১১ এপ্রিল : এক বছর পিছিয়ে গেলেও টোকিও অলিম্পিকস ঘিরে অনিশ্চয়তার মেঘ। করোনার প্রভাব ক্রমশ বাড়ছে জাপানে। বিশেষজ্ঞদের ধারণা, কোভিড-১৯ মুক্ত হতে আরো সময় লাগবে।

শুক্রবার টোকিও অলিম্পিকস আয়োজক কমিটির সিইও তুশিরো মুতো এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘ওলিম্পিকস এক বছর পিছিয়ে গেছে। কিন্তু জাপান জুড়ে যেভাবে করোনা ভাইরাস সংক্রামিত হচ্ছে তাতে ২০২১ সালেও এই গেমস হবেই, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যা পরিস্থিতি তাতে সব কিছু স্বাভাবিক হতে আগামী বছর জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। সবাই জানেন, নতুন সূচি অনুযায়ী টোকিও গেমস শুরু হতে এখনো ১৬ মাস বাকি। কিন্তু সেই সময়ে গেমস আয়োজনের গ্যারান্টি কেউ দিতে পারবে না।’

উল্লেখ্য, নতুন সূচিতে আগামী বছর ২৩ জুলাই ওলিম্পিকস শুরু হওয়ার কথা। প্যারালিম্পিকস শুরু হবে ২৪ জুলাই। ইতিমধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দ্রুত করোনা আতঙ্ক থেকে দেশকে স্বাভাবিক জায়গায় রাখার যাবতীয় প্রচেষ্টা করছেন। এই সপ্তাহে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক করার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। মুতো বলেন, ‘আগামী বছর ওলিম্পিকস হবে ধরে নিয়ে সমস্ত কাজ এগচ্ছে। এমনিতেই এ বছর গেমস না হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে জাপান। সবকিছু মেনেই পরিকল্পনামাফিক কাজ হচ্ছে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে বিকল্প ভাবনাও তৈরি রাখতে হবে।’

ইতিমধ্যেই জাপানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার। মৃত্যু হয়েছে শতাধিক। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। প্রশ্ন উঠছে, অলিম্পিকসের বিমা নিয়েও। সূত্রের খবর, গেমস চলাকালীন কোনো সমস্যার ফলে তা বন্ধ হলেই শুধুমাত্র বীমার অর্থ পাওয়া যাবে। সূত্র : বর্তমান