আগামীকাল ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

0

ঢাকা, ৮ অক্টোবর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ‘খ’ ইউনিটের আগামীকাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই আলম সেলু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। খ- ইউনিটে ২২৯৬ টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১,১৬৩ জন।

অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র আনা যাবে না। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd  ওয়েবসাইট থেকে জানা যাবে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',