বিনোদন ডেস্ক : জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা ‘মহুয়া সুন্দরী’ শিরোনামের একটি ছবির আইটেম গানে কণ্ঠ দিয়েছেন। গত শনিবার রাতে এই আইটেম গানটির ভিডিও প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।
‘ফুলেরও আসন ফুলের বসন, ফুলেরও বিছানায়’ এমন কথার গানটিতে লিপ সিং করেছেন এ ছবির নায়িকা পরীমনি। একইসঙ্গে আইটেম গানটির সঙ্গে যাত্রা মঞ্চে নেচেছেন পরী। জুয়েল মাহমুদের লেখা গানটির সুর করেছেন ইমন সাহা।
‘ময়মনসিংহ গীতিকা’র জনপ্রিয় উপাখ্যান ‘মহুয়ার পালা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন রওশন আরা নীপা। মহুয়া সুন্দরী নামের ছবিটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। মহুয়া সুন্দরীর চরিত্রে অভিনয় করছেন পরিমনি।
মহুয়া সুন্দরী ছবিতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, সুচরিতা, সুমিত, জয়রাজ প্রমুখ। ছবিতে গান আছে ছয়টি। সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা এবং অমিত চট্টোপাধ্যায়।