স্পোর্টস ডেস্ক, ২৯ সেপ্টেম্বর : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশে খেলতে অস্ট্রেলিয়ার না আসার কোনো কারণ দেখছি না। অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা সর্বোচ্চ নিরাপত্তা। এভাবে কোনো দেশে নিরাপত্তা দেওয়া হয়নি। এরপরও যদি অস্ট্রেলিয়া না আসে তাহলে আমরা অবাক হবো।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিসিবি সভাপতি বলেন, গত কিছুদিন আগে বাংলাদেশে তিনটি দেশ খেলে গেছে। ভারতের প্রধানমন্ত্রী এ দেশ ঘুরে গেছেন। বাংলাদেশে নিরাপত্তা নেই- এ কথা মেনে নেয়া যায় না।
আগামী ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম এবং ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা। সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার’ কথা জানিয়ে শনিবার হঠাৎ করেই সফর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।