ঢাকা, ২৭ সেপ্টেম্বর : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিরাপত্তার বিষয়ে অস্ট্রেলিয়ার আশঙ্কা ভিত্তিহীন। পাকিস্তান ও আফগানিস্তানের মতো জঙ্গি এখানে নেই। আশা করি, তারা মত বদলাবে, খেলতে আসবে।
রবিবার সকালে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি নিরাপদ। কোনো জঙ্গি মাথাচাড়া দেয়ার সুযোগ পাবেনা, আত্মপ্রকাশ করতে পারবে না। আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এখানে। তাদের আশঙ্কা অমূলক।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গোয়েন্দাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই পাকিস্তানে আমাদের নারী খেলোয়াড়দের পাঠিয়েছি। আশঙ্কার কিছু নেই।
তিনি বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখনো না করেনি। সেদেশের একটি টিম এসেছে। তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাবে।
প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের সরকারি সংস্থার তথ্য অনুযায়ী সফর স্থগিত করেছে। সংস্থার তথ্য সঠিক নয়, বাংলাদেশ নিরাপদ।
উল্লেখ্য, এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে ২৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া দল ঢাকায় আসছে না।