আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউএমও বলছে, ভয়ঙ্কর দ্রুতগতিতে একটা অজানা আতঙ্কের দিকে এগিয়ে চলেছে পৃথিবী। এ বছরের প্রথম ৯ মাসে রেকর্ড হারে উষ্ণ হয়েছে বিশ্বের আবহাওয়া। এর অর্থ হল অর্ধেক পথ পেরনো। বাকি অর্ধেক পেরুলেই ধেয়ে আসবে আবহাওয়া পরিবর্তনের মারাত্মক প্রভাব। এ মত বিজ্ঞানীদের। তাঁদের আরও দাবি, বাতাসে রেকর্ড হারে বেড়েছে মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের প্রভাব।
বিজ্ঞানীদের আশঙ্কা, বিপদ একবারেই দোরগোড়ায়। আর এক ডিগ্রি তাপমাত্রা বাড়লেই আবহাওয়া পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়বে পৃথিবীতে।
দেখা গেছে, শিল্প, কৃষি ও মানুষের কার্যকলাপে বাতাসে কার্ব-ডাই-অক্সাউড, মিথেন ও নাইট্রাস অক্সাইড সম্বলিত গ্রিন হাউস গ্যাসের মাত্রা এ বছর সবচেয়ে বেশি বেড়েছে, ৪০০পার্টস পার বিলিয়ন। ডাব্লিউএমও‘র সেক্রেটারি জেনারেল মাইকেল জারাউড বলছেন, ‘এর অর্থ হল বিশ্ব তাপমাত্রায় উষ্ণায়ন, বন্যা, হিমবাহ গলে যাওয়া, সমুদ্রতল বৃদ্ধি, সমুদ্রের জলে অ্যাসিড বেড়ে যাওয়া এইসব চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়া।’
আবহাওয়ার পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশ্বজুড়ে গড় তাপমাত্রা বেড়েছে ১.০২সেলসিয়াস। ডাব্লিউএমও’র দাবি, এই প্রথম এতটা তাপমাত্রার বৃদ্ধিতেই বোঝা যাচ্ছে, ২০১৫ সালটা উষ্ণতম বছর হতে চলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার পর্যবেক্ষণ এমন এক সময় প্রকাশিত হল যখন প্যারিসে আবহাওয়ার পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন হতে চলেছে। বিশ্ব উষ্ণায়ন রুখতে সর্বসম্মত আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা সেই বৈঠকে।