ডেইলি রিপোর্ট ডেস্ক : নতুন তিনটি আইফোনের মধ্যে সবচেয়ে কম দামি সংস্করণ আইফোন ১০আর বাজারে আসবে অক্টোবরের শেষ দিকে।
উন্মোচনের আগেই জানা গিয়েছিল, সীমিতভাবে বাজারে আসতে যাচ্ছে আইফোন ১০আর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে এলসিডি ডিসপ্লে। এলসিডি স্ক্রিনের সঙ্গে অনেক সফটওয়্যার সংযুক্ত আছে। কারণ একাধারে এতে আছে নচ ও ফুলস্ক্রিন ডিসপ্লে।
অনেকদিন ধরেই অ্যাপল এ ধরনের ডিসপ্লে নিয়ে কাজ করছে। কিন্তু এর আগে উৎপাদিত ডিসপ্লের মান তাদের মনমতো হয়নি। তাই মান ধরে রাখতে এ ডিসপ্লের সরবরাহকারী প্রতিষ্ঠান জাপান ডিসপ্লে কম হারে এলসিডি ডিসপ্লেটি তৈরি করছে।
সাদা, লাল, নীল, হলুদ ও কালো রঙে এটি বাজারে ছাড়া হবে। দাম শুরু হবে ৭৪৯ মার্কিন ডলার থেকে। প্রি-অর্ডার শুরু হবে ১৯ অক্টোবরে, বিক্রি শুরু হবে ২৬ অক্টোবর থেকে। ফোনটি একসঙ্গে ৫০টি দেশে বিক্রি শুরু হবে।