স্পোর্টস ডেস্ক, ১১ সেপ্টেম্বর : প্রায় ছয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী বছরের অক্টোবরে বাংলাদেশে আসবে ইংলিশরা।
সর্বশেষ ইংলিশরা বাংলাদেশ সফরে এসেছিল ২০১০ সালের অক্টোবরে। দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলার কথা ঠিক হলেও এখনো তারিখ ঠিক হয়নি। বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংলিশরা। তবে সর্বশেষ দুটি ওয়ানডে ম্যাচের দুটিতেই জিতেছে সাকিব-তামিমরা। এর একটি আবার সদ্য সমাপ্ত বিশ্বকাপে। যে ম্যাচে হেরেই ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হয়। আর বাংলাদেশ চলে যায় কোয়ার্টার ফাইনালে।
এছাড়া, সর্বশেষ পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের খেলোয়াড়দের ধারাবাহিকতা ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছুই উপহার দিবে বলেই অনেকের ধারণা।